প্রকাশিত: Sat, Dec 23, 2023 10:49 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:35 PM

[১]নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ

মুরাদ হাসান:  [২] নির্বাচনী প্রচারণায় মুখর সারাদেশ। প্রার্থীরা উন্নয়নের আশ^াস দিচ্ছেন, বদলে দেওয়ার অঙ্গীকার করছেন। এরই মধ্যে কিছু নেতার মুখে এমন কিছু বক্তব্য শোনা যাচ্ছে, যা এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

[৩] কুষ্টিয়া থেকে ফয়সাল চৌধুরী জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সামনেই প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। না হলে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দেন তিনি। 

[৪] শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া দিণমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবউল আলম হানিফের এক নির্বাচনী সভায় এ বক্তব্য দেন বিচ্ছু। প্রায় ৫ মিনিটের বক্তব্যের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

[৫] তিনি আরও বলেন, ভোটের দিন সকলে; বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নাই, একদম নৌকার ওপর দাম করে ওপেন সিল মারবেন। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন।  আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।

[৬] ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর পক্ষে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।

[৭] গাইবান্ধা থেকে আতোয়ার রহমান জানান, ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত বাচ্চু মিয়ার ছেলে বাবলু মিয়ার বাড়ির উঠানে নৌকার পোস্টার টানানো দেখে ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম। 

[৮] হুমকির এ ঘটনায় শুক্রবার রাতে জিএম সেলিম পারভেজসহ তিনজনের নামে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বাবলু মিয়া।

[৯] অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের পক্ষে কাজ করছেন। এতেই ক্ষিপ্ত হয়ে জিএম সেলিম পারভেজ বাবলুকে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ট্রাক প্রতীকের ফারজানা রাব্বী বুবলীর প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতে বলেন। এতে রাজি না হওয়ায় সভাপতি সেলিম পারভেজ তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করবে বলে হুমকি দেন। 

[১০] অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব